User talk:Pranab: Difference between revisions

27,283 bytes removed ,  20 April
m
Reverted edits by 103.171.246.187 (talk) to last revision by Pranab
Tags: Mobile edit Mobile web edit
m (Reverted edits by 103.171.246.187 (talk) to last revision by Pranab)
Tag: Rollback
 
Line 195: Line 195:
- _Bharat Ratna Dr. APJ Abdul Kalam Award for Excellence in Astronomy and Astrophysics_
- _Bharat Ratna Dr. APJ Abdul Kalam Award for Excellence in Astronomy and Astrophysics_
- _International Association of Engineers and Scientists (IAES) Award for Outstanding Contributions to Space Science and Technology_ [[User:Pranab|Pranab]] ([[User talk:Pranab#top|talk]]) 22:21, 10 March 2025 (IST)
- _International Association of Engineers and Scientists (IAES) Award for Outstanding Contributions to Space Science and Technology_ [[User:Pranab|Pranab]] ([[User talk:Pranab#top|talk]]) 22:21, 10 March 2025 (IST)
== প্রফেসর ডাক্তার প্রণব কুমার ভট্টাচার্য, ==
প্রফেসর ডাক্তার প্রণব কুমার ভট্টাচার্য প্যাথলজির ক্ষেত্রে প্রভুত খ্যাতিমান এবং সম্মানিত একজন ব্যক্তিত্ব (নেশনাল মেডিক্যাল কাউন্সিল, ইন্ডিয়ার, প্যাথলজি বিষয়ে শিক্ষক নং- প্যাট-৯০০৪১৫ হিসাবে উনি প্যাথলজির  একজন অধ্যাপক হিসেবেও উনি স্বীকৃত)। উনি কোলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্যাথলজি বিভাগের দীর্ঘ ১৯ বছর ধরে অধ্যাপক হিসাবে এবং বিভাগীয় প্রধান (২০১১ সাল থেকে ) এবং এম ডি, ডি সি পি , ডি এল টি, ও বি এস সি মেডিক্যাল টেকনোলজি কোর্সের কনভেনর হিসাবে কাজ করেছেন।  এছাড়াও উনি প্যাথলজি বিভাগে , কলকাতার আই পি জি এম ই আর ও  পি জি হাসপাতালে ,  আর আই ও, মেডিক্যাল কলেজে , বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে  এবং কল্যাণীর জে .এন .এম মেডিক্যাল কলেজে, হাওড়া জে আই এস মেডিকেল কলেজের প্যাথলজির প্রফেসর  ও বিভাগীয় প্রধান হিসাবেও কাজ করেছিলেন। উনি কোলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সর বোর্ড অফ স্টাডিজ এর মেম্বার সেক্রেটারি ও মেম্বার ছিলেন ( ২০১১-২০১৯) এবং প্যাথলজির ইউ জি, পি জি, এম ডি পরীক্ষক ও থিসিস গাইড এবং এমডি ও phd ( হেপাটোলজি) এর পরীক্ষক ও  ছিলেন ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটির।
উনি , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনডেক্স জার্নালগুলিতে, ওনার চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত গবেষণা ও তার পাশাপাশি তত্ত্বাবধায়ী পদার্থবিজ্ঞান , জ্যোতির্বিজ্ঞান, এবং মহাকাশ বিজ্ঞানের গবেষণার প্রকাশনার মাধ্যমে অসাধারণ অবদান রেখছিলেন। প্রফেসর ডাঃ প্রণব কুমার ভট্টাচার্যের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, উন্নত মানের সূচক জার্নালগুলিতে বায়োমেডিসিনের সহিত বিজ্ঞান সংক্রান্ত ৩৩৭ টিরও বেশি প্রকাশিত নিবন্ধ  ও কাজ রয়েছে, উদাহণস্বরূপ এ.এ.এ.এস.অর্গ- ইউএসএ, এর সাইন্স ম্যাগাজিনে , সাইন্স নিউজ,পি.এন.এ.এস.- ইউএস তে, দ্য বিএমজে তে, বি এমজে অপিনিয়নে, বিএমজে ব্লগে, বিএমজে কেস রিপোর্ট, বিএমজে ওপেন, আমেরিকার জামাতে, জে সি আইতে, এন ই জে এম নাও, দ্য ল্যান্সেট, আরএসবিএমটি, জেসিপি, আই সি পি জে, এটি এম পি অ্যান্ড এইচ, আফ্রিকান লেন্স, ব্লাড, সেল, এবং নেচার জার্নালে, জেনেটিক মিউটেশন ডিসঅর্ডার্স জার্নালে, প্লস ওয়ান, প্লস, প্লস এন .টি. ডি, মেডক্রেভ, এস.টি.এম গ্রুপ জার্নাল (যা ইউকে থেকে প্রকাশিত হয় ) ওপেন সায়েন্স জার্নাল (ইউএসএ থেকে প্রকাশিত) ; এলসেভিয়ার বিভির এস এস আর এন  প্রি প্রিন্টস এবং ভারতীয় জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক  স্তরের শিক্ষাবিষয়ক সংস্থাগুলির বার্ষিক সম্মেলনগুলিতে অ্যাবস্ট্র্যাক্ট হিসাবে।  ওনাদের  আন্তর্জাতিক জার্নালগুলিতে প্রকাশিত নিবন্ধ, বই, এমডি / এমএস থিসিস গুলোর  উদ্বৃতি গুগল স্কলারের হিসেব অনুযায়ী ৭০০০+ উদ্ধৃতি রয়েছে ,রিসার্চ গেট  বার্লিন এ ওনার গবেষণা পত্রের উধৃতির সংখ্যা ১০৭ । অর্কিড এর সাইন্স ওপেনে  সংখ্যা ১১৩
তিনি যে বিষয় গুলো  নিয়ে কাজ করেছেন সেগুলো : লিভারের সিরোসিস, হেপাটাইটিস- বি, হেপাটাইটিস- সি ভাইরাসে লিভারের ফাইব্রোসিসের অগ্রগতি, অ্যালকোহলিক লিভার রোগের স্পেক্ট্রাম, সিরোসিসের ইমিউনো হিষ্টকেমিস্ট্রি, এসিরোটিক পোর্টাল ফাইব্রোসিস, এনিমাল মডেলে রাপামাইসিন ড্রাগ এবং বয়সের ওপরে তার প্রক্রিয়া, এইচপিভি ভাইরাস এবং সার্ভিক্যাল ক্যান্সার (আইএইচসি দ্বারা) , এইচপিভি এবং নাসোফারিঞ্জিয়াল ক্যান্সার (আইএইচসি দ্বারা) , খাবার জল থেকে পশ্চিম বঙ্গে ক্রনিক আর্সেনিক টক্সিসিটি ত্বক এবং লিভারে  ,একিউট লিউকেমিয়ার ইমিউনো বায়োমার্কার, ক্রনিক মাইলোইড লিউকেমিয়া, মাইলোপ্রোলিফারেটিভ ডিসর্ডার, রেজিস্ট্যান্ট সিএমএলে ইমাটিনিব এবং ডাসাটিনিব ওষুধের এফেক্ট, এন্টিবায়োটিক রেজিস্টেন্স, মৃত্যুর নিকট অভিজ্ঞতা, লালা গ্রন্থির টিউমার (আইএইচসি দ্বারা) , এইচআইভি এবং এইডসের বিভিন্ন ক্ষেত্রে, লিম্ফোমা (হজকিন), সফ্ট টিস্যু সারকোমা টিউমারের সাইটোপ্যাথোলজি, কার্ডিয়াক ট্রোপোনিনটি, আইবিএস, ব্রেইন টিউমার, ব্রেস্ট ক্যান্সার
( আইএইচসি,দ্বারা ) ,ড্রাগ রেজিস্টেন্ট টিবি, ফুসফুসের ফাইব্রোসিস, কালাজ্বর,  ম্যালেরিয়া, আর-২১ম্যাট্রিক্স -এম ম্যালেরিয়া ভ্যাকসিন, এইচআইভি ভ্যাকসিনের ডিজাইন, জেই ভ্যাকসিন, ইস্কিমিক ব্রেইন স্ট্রোকতে স্টেম সেল, জিন থেরাপি, বিটা থ্যালাসেমিয়ার -মোলেকুলার বায়োলজি, মাইক্রোঅ্যালবুমিন, উচ্চরক্তচাপ, এম আরএনএ, মাইক্রো আরএনএ, এস আরএনএ, অ্যাডহেশন মলেকিউল- অর্গান ট্রান্সপ্ল্যান্টে, সেপসিসের বায়োমার্কার, ডায়াবেটিস, হুক ওয়ার্ম ইনফেস্টেশন, ইমিউনোকেমিস্ট্রি (আইএইচসি) ইমিউনোহিস্টোলজি, ইন সিটু হাইব্রিডাইজেশন (আইএসএইচ), পিডি ১ এবং পিডিএল১ ডাক্টাল ব্রেস্ট ক্যান্সারে, কোভিড- ১৯ নিয়ে, কার্ডিওলজিতে, বিটা ব্লকার, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেবা ব্যবস্থা, স্কিজোফ্রেনিয়া নিয়ে, জেনিটোইউরিনারি টিবি নিয়ে, প্রোস্টেট ক্যান্সার (আইএইচসি), অ্যানাফিলাক্সিস, প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টর, মাইক্রোবায়োম, কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং, ক্যান্সার সার্ভাইভার, বোন টিউমার এবং বোন ক্যান্সার, হেড নেক টিউমার, ইউইং সারকোমা ওরাল সাবমুকোস ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস, মাইক্রোফাইনান্স ঋন  miRNA নিয়ে ইত্যাদি
তিনি  কলকাতা বিশ্ববিদ্যালয় স্তরের  নয়টি পদক, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক অর্গানাইজেশন থেকে  অনেকগুলি (৯৮ টা) উত্কৃষ্টতার সার্টিফিকেট, আঠেরোটি(১৮) লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড  পেয়েছেন । এছাড়াও  জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক স্তরের ২৪ টি পুরস্কারেও আগে ভূষিত হয়েছিলেন। ওনার পাওয়া উল্লেখ যোগ্য পুরস্কারগুলো এইরকম
- প্যাথলজিতে কানাডার ডক্টরস চয়েজ অ্যাওয়ার্ড ২০২১ , আইইআরপির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৯; রাষ্ট্রীয় গৌরব পুরস্কার;  গ্লোরি অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড;  ভারত রত্ন ডঃ এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ড (জ্যোতিরবিজ্ঞান এবং তত্ত্বগত পদার্থবিজ্ঞানে উত্কৃষ্টতার জন্য) ; গ্লোরি অফ ইন্ডিয়া গোল্ড মেডাল; মাদার টেরেসা পুরস্কার;  মহাত্মা গান্ধী এক্সিলেন্স পুরস্কার;  মহাত্মা গান্ধী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (আইআইএফএস- দিল্লির) ; গ্লোরি অফ ইন্ডিয়া গোল্ড মেডাল, (আইআরডিও- দিল্লির), রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার (ইন্ডো সোশিও ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ২০১৮), ইইটি সিআরএস এর ৩য় দক্ষিণ এশিয়ান শিক্ষা পুরস্কার “বেস্ট ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড- ২০১৮;’ বিশিষ্ট গবেষক পুরস্কার ২০১৮" (চন্ন্ডিগড়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠিত গবেষণা ইনস্টিটিউটের ) তত্ত্বগত পদার্থবিজ্ঞানে, প্যাথলজির উত্কৃষ্টতার পুরস্কার; ২০১৯ ভেনাস ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাওয়ার্ডস (ভিমা) ভেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন চেন্নাই এর  লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ; সুশ্রুত অ্যাওয়ার্ড আইইআরপি- ২০১৯;  "আন্তর্জাতিক উদাহরণীয় গবেষণা এবং পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড" , ভি ডি গুড প্রফেশনাল অ্যাসোসিয়েশনসের ২য় আন্তর্জাতিক বিজ্ঞানী পুরস্কার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং চিকিৎসা বিষয়ে ভিশাখাপট্টনাম থেকে (২০১৯) ; “বিশিষ্ট বিজ্ঞানী পুরস্কার "এবং উত্কৃষ্ট সেবা পুরস্কার";  ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান এবং চিকিৎসা বিষয়ে আন্তর্জাতিক বিজ্ঞানী পুরস্কার (ইনসো পুরস্কার ২০২২) ; গ্রীন থিঙ্কার্স জেড আন্তর্জাতিক পুরস্কার- ২০২০ গ্রীন থিঙ্কার্স জেড সোসাইটি চন্দীগড়এর (২০২০); “আইটুওআর ন্যাশনাল অ্যাওয়ার্ডস "(২০২০) জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস - ২০২০ এর ১০০ বিশিষ্ট শিক্ষাবিদ এবং ৫০ বিশিষ্ট গবেষক" পুরস্কার আন্তর্জাতিক প্রতিষ্ঠিত গবেষণা ইনস্টিটিউট  চন্দীগড় (২০২১) , ইন্টারন্যাশনাল একাডেমিক লিডার - গ্লোবাল এডুকেশনাল কনক্লেভ অ্যাওয়ার্ডস ২০২২; ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনটেম্পোরারি মেডিকেল রিসার্চ  এর বিশেষ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড;  ইন্সটিটিউট অফ স্কলারের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০; গ্রীন থিঙ্কার্স জেড সোসাইটি এবং আইএসআরডি চণ্ডীগড়ের মর্যাদাপূর্ণ এবং অভিজাত আন্তর্জাতিক বিশিষ্ট একাডেমিক লিডার অ্যাওয়ার্ড ২০২০; আসাম রাজ্যের গুয়াহাটির স্কলারস একাডেমিক অ্যান্ড সায়েন্টিফিক সোসাইটির -লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২০; মেডিকেল সায়েন্স, হেমাটোলজি, প্যাথলজিতে  ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্গানাইজড রিসার্চ, চণ্ডীগড়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড;  ২০২০- ২০২১ (২০২১) এর পুদুচেরির নভেল রিসার্চ একাডেমির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস;  নভেল রিসার্চ একাডেমি (২০২১) এর সর্বোচ্চ সম্মান "অনারারি লাইফ ফেলো (এইচএলএফ); "ইন্ডিয়া আইকনিক এডুকেশন ন্যাশনাল অ্যাওয়ার্ডস-২০২১-এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, নিউ দিল্লির থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অফ সায়েন্স ফাদার (শেন অ্যাওয়ার্ডস-অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অফ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ডস অফ সায়েন্স হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২০২১ );  চিকিৎসা বিজ্ঞানে গ্লোবাল এক্সিলেন্স লাইফ টাইম টিচিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস পুরষ্কার ৫ই সেপ্টেম্বর ২০২১-এ শিক্ষক দিবসে ওনাকে প্রদান করা হয়েছিলো তার ১৮ তম লাইফটাইম অ্যাচিভমেন্ট, পুরস্কার হিসাবে; কানাডার ডক্টরস চয়েস অ্যাওয়ার্ডস" নভেম্বর ২০২১ মাসের জন্য প্যাথলজিতে শীর্ষ ডাক্তার এবং গ্লোবাল ডাক্তারদের পর্যালোচনার ভিত্তিতে তাকে ২০২১"ডিসিএ টপ ১০০ ডক্টর অ্যাওয়ার্ড ইন প্যাথলজি, " পুরস্কৃত করা হয়েছিলো। ইন্টারন্যাশনাল একাডেমিক লিডারস অফ দ্য পুরষ্কার  গ্লোবাল এডুকেশন কনক্লেভ অ্যাওয়ার্ড ২০২২, এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্গানাইজড রিসার্চ চণ্ডীগড় কর্তৃক শিক্ষার গুণমান এবং চ্যালেঞ্জগুলির উপর আন্তর্জাতিকভাবে দশটি মূল বক্তার একজন হিসাবে নির্বাচিত ছিলেন.। এরপরে নিউ দিল্লীর, “রেকর্ড ওনার” এর এ বিশ্ব শ্রেণীর শিক্ষক সম্মানের অনুষ্ঠানে বিশ্ব শ্রেণীর গবেষক পুরস্কারে  সম্মানিত হয়েছেন ১৬/১১/২০২৩ তারিখে। ২০২৪ সালে পুরস্কার পেয়েছিলেন  ইন্ডিয়া ফ্রেন্ডসশিপ ফোরাম , নিউ দিল্লির “অনারারি ভারত এক্সেলেন্স আওয়ার্ড ও লিডিং এডুকেশনিষ্ট অফ ইন্ডিয়া পুরস্কার” ( ২২.০৪.২০২৪). । সাইকোক্সিস সোসাইটি অফ ইন্ডিয়া ওনাকে ফ্যালসিট্টেশন দেয় ২০২৪ সালে নভেম্বরে ও ২০২৫ সালের মার্চ মাসে।
অনারারি ভারত গৌরব পুরস্কার ২০২৫  of KTK outstanding achievers and education foundation New Delhi on [৩০.০৩.২০২৫]
উনি ২০১৬ সাল থেকেই  একাধিক বার নোবেল ফাউন্ডেশন এ বি দ্বারা নোবেল উইক ডায়ালগে,  কিম্বা নোবেল প্রাইজ সামিট ইত্যাদি অনুষ্ঠান গুলিতে আমন্ত্রিত হয়েছিলেন। ২০২৩ এর ৯-১০ ডিসেম্বর নোবেল উইক ডায়ালগেও উনি আমন্ত্রণ পেয়েছিলেন সেখানে সশরীরে উপস্থিত থাকার জন্য ২০২৪ এ আমন্ত্রণ জানানো হয়েছিল নোবেল শান্তি পুরস্কার ফোরাম অসলো থেকে ১১ডিসেম্বর২০২৪ এ অসলো তে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
পশ্চিম বঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে রাজ‍্য সরকারি মেডকেল এডুকেশন সার্ভিস (ডব্লিউ .বি .এম. এস ) ক্যাডার এর চাকরি থেকে উনি অবসর নিয়েছেন ২০২১ এর ৩১মার্চ এ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে প্রফেসর হিসেবে ৬৫ বছর বয়েসে। এরপরে উনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তৈরী , জে.এম. এন মেডিক্যাল কলেজ , চকদা, নদিয়াতে "অধ্যক্ষ" হিসেবে যুক্ত হয়েছিলেন ২০২২ এর জানুয়ারি মাস থেকে।এবং ওই কলজের জন্য দুবার এন এম সির টীমের পরিদর্শনও পরিচালনা করেছিলেন ২০২২ এর ১ এবং ২ ফেব্রুয়ারি এবং ৯ ও ১০ মার্চ মাসে এবং সেই পদ থেকে উনি ইস্তফা দিয়েছেন ১৪.০৫.২০২২ এ ওই মেডিকেল কলেজের ট্রাস্টি বোর্ডের মেম্বারদের থেকে পাওয়া অত্যান্ত বাজে ব্যবহার, মাইনে না দেওয়া  ও অন্য বিশেষ বিশেষ কারণ বশতঃ।এরপরে উনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স , কৃষ্ণনগর, নাদিয়াতে , অধ্যক্ষ হিসাবে কাজ করেছিলেন ১৯.১২.২৩ -২০.১১.২০২৪.ওনার সময়কালে কেআইএমএস ন্যাশানাল মেডিকেল কমিশন এর ১০০ এমবিবিএস ছাত্র ভর্তির অনুমোদন পায়।
অধ্যাপক ডা: প্রণব কুমার ভট্টাচার্য,  প্যাথলজি, তাত্ত্বিক পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একটি অত্যন্ত চিত্তাকর্ষক একাডেমিক পটভূমি এবং অসংখ্য পুরষ্কার এবং সম্মানের সাথে, তিনি চিকিৎসা সম্প্রদায় এবং তাত্ত্বিক পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা উভয় ক্ষেত্রেই একটি স্থায়ী প্রভাব রেখে গেছেন। অবসরপ্রাপ্ত হলেও, তার দক্ষতা এবং জ্ঞান ক্ষেত্রের জন্য মূল্যবান হতে চলেছে। বর্তমানে উনি রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছেন। [[Special:Contributions/103.171.246.187|103.171.246.187]] ([[User talk:103.171.246.187|talk]]) 19:27, 16 April 2025 (IST)